দেবহাটা ব্যুরো : দেবহাটা বিআরডিবির আয়োজনে সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক ঋণ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারী শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় উদ্যোক্তাদের মাঝে এই আর্থিক ঋন বিতরন কার্যক্রমের উদ্ব্ধোন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, বিআরডিবির সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আলিম, দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন ও দেবহাটা আরডিও কর্মকর্তা আব্দুস সালাম, এআরডিও মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলায় ৩ কোটি ৩০ লক্ষ ৭৫ হাজার টাকার ঋন বিতরনী কার্য্যক্রম পরিচালনা করা হবে। তার মধ্যে সোমবার সারাদেশে কয়েকটি উপজেলার সাথে দেবহাটা উপজেলাতেও এই ঋন বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাফিজুর রহমানকে ২ লক্ষ টাকা, সুনীল আচার্য্যকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও আজগার আলীকে ৫০ হাজার টাকার ঋন দিয়ে এই কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে আরো ঋন বিতরন পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।