শ্যামনগর

সুন্দরবনে অভিযান শেষে ফিরে আসার পথে নিজ শর্ট গানের গুলিতে কনস্টেবল নিহত

By Daily Satkhira

May 25, 2017

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে যৌথ অভিযান শেষে ফিরে আসার সময় রায়নগর পুলিশ ফাঁড়ির এক কনষ্টেবল নিজ শর্ট গানের গুলিতে নিহত হয়েছেন। নিহতের নাম মিয়ারাজ হোসেন (৩২)। বৃহস্পতিবার সন্ধ্যায় বনদস্যুদের কবল থেকে অপহৃত জেলেদের উদ্ধার করে ফেরার পথে কৈখালী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল মিয়ারাজের বাড়ি রাজশাহী জেলায়। রায়নগর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মন্টু কুমার দাশ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বসুখালী খালে অভিযানে যায় বিজিবি ও নৌ পুলিশের সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল। সেখান থেকে বনদস্যুদের কবল থেকে একটি নৌকা ও চারজন জেলেকে উদ্ধার করে সন্ধ্যায় ফিরে আসে তারা। উদ্ধারকৃতদের কৈখালী ফরেস্ট অফিসে সোপর্দ করে ফেরার পথে ট্রলারে উঠছিলেন কনস্টেবল মিয়ারাজ। এ সময় নিজের  শর্টগানের উপর ভর করে উপরে উঠছিলেন তিনি। হঠাৎ তার শর্টগান থেকে গুলি বের হয়ে বুকের বামপাশে গুলি বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যার। শ্যামনগর থানার এস আই লিটন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।