শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশের জাতীয় পর্যায়ের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সওয়াব’ (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) – এর আর্থিক সহযোগিতা ও বাস্তবায়নে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে, আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে এবং তালা উপজেলায় ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলে প্রায় ২০০০ গরীব, দুঃস্থ, অসহায়, হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী এবং এ বছর কুরবানী করতে না পারা পরিবারের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীটি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে কাশিমাড়ী ইউনিয়নের অন্যতম সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “ইউনাইটেড সোসাইটি “।
কর্মসূচীটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন “সওয়াব” এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম (হেড অব ফিন্যান্স এন্ড একাউন্টস), মোঃ খোরশেদ আলম (ইনচার্জ অব কো-অর্ডিনেশন), সিরাজুল ইসলাম সাজু (হেড অব এডমিন এন্ড এইচআর), সওয়াবের স্থানীয় প্রতিনিধি মোল্লা রফিকুল ইসলাম (কাশিমাড়ী), আব্দুস সালাম ( তালা, সাতক্ষীরা), স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনাইটেড সোসাইটির নিবেদিত প্রাণ সকল সদস্যবৃন্দ।