সাতক্ষীরা

আম গাছের চারার সাথে এ কেমন শত্রুতা !

By daily satkhira

July 24, 2021

নিজস্ব প্রতিনিধি: আম গাছের চারার সাথে এটা কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ! জমিসংক্রান্ত বিরোধের জেরধরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ইসরাইল সরদার নামে এক বৃদ্ধ কৃষকের আমবাগানের অধিকাংশ আমগাছের চারা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত শুক্রবার(২৩ জুলাই) জুম্মার নামাজের সময় ইউনিয়নের কামারবায়সা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগী কৃষক ইসরাইল সরদারের ছেলে অহিদুল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্রকরে ইসরাইল সরদারের সাথে একই এলাকার মৃত হামিদুল্লাহ সরদারের ছেলে আব্দুর রউফ ও আব্দুল হাকিমদের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিলো। এর একপর্যায়ে শুক্রবার জুম্মার নামাজের সময় আব্দুর রউফসহ অজ্ঞাত ৩/৪জন ধারালো অস্ত্র নিয়ে ইসরাইলের আমবাগানের অধিকাংশ আমগাছের চারা কেটে দেয়। এসময় ইসরাইল সরদার দেখতে পেলে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যান।

এবিষয়ে ইসরাইল সরদার বলেন, বসতভিটার জমিকে কেন্দ্রকরে আব্দুর রউফ ও তার সহদর ভাই আব্দুল হামিকদের সাথে বিরোধ ছিলো। তবে স্থানীয় পর্যায়ের সালিশনামাসহ আদালতের রায় আমাদের পক্ষে থাকাই তারা বিভিন্ন সময় আমাদেরকে হুমকী ধামকী দেওয়ার পাশাপাশি আমাদের ফসলের ক্ষয়ক্ষতিসহ আমার ছেলেকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছিল যাতে আমরা তাদের দাবিকৃত জমিটি ছেড়ে দেয়। আর এসম্পর্কিত বিষয়ে ২০১১ সালে তাদের বিরুদ্ধে একটি এজাহারও দায়ের করা হয় জানিয়ে তিনি বলেন, কামারবায়সা বটতলার মোড়ের দক্ষিণপাশে আমার ২২কাটা জমির উপরে বছর দু’য়েক আগে একটি আমবাগান তৈরী করি। আমবাগানের পাশাপাশি ওই জমিতে বিভিন্ন সবজিরও চাষ করতাম। তবে বসতবাড়ি থেকে আমবাগানটি কিছুটা দুরে অবস্থিত হওয়ায় রউফ বাহিনী বিভিন্নভাবে ওই জমির আমগাছসহ চাষকৃত ফজল নষ্ট করে দিতো।

নিরুপায় হয়ে আব্দুর বারী নামে এক ব্যক্তির কাছে সবজি চাষের জন্য বাৎসরিক ভাবে ওই জমিটা লিজ দেয়। তবে ওই জমির ভিতরে তাদের দেড় কাঠা জমি রয়েছে বলে দাবিকরে। এনিয়ে একাধিকবার বসাবসি হলেও তারা কোনপ্রকার কাগজপত্র দেখাতে পারেননি। ফলে কয়েকবছর পরিচর্যার মাধ্যমে ক্রমে পরিপুষ্ট হয়ে উঠা ২২কাঠা জমিতে রোপনকৃত চারা গাছের অগ্রভাগ নিধন করেছে রউফ বাহিনী। । এতেকরে আর্থিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি। এঘটনায় যাতে ন্যায় বিচার পান সেকারনে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কৃষকসহ তার পরিবারের সদস্যরা। এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।