ফিচার

সাতক্ষীরা মেডিকেলে আক্রান্ত ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

By Daily Satkhira

July 25, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকী ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৮৩ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা শেষে ৬১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩ জন। এছাড়া বর্তমানে ২৩৯ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থবিধি মেনে চলার জন্য সকলকে আহবান জানান।