জাতীয়

৫ আগস্টের পর বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে

By Daily Satkhira

July 31, 2021

দেশের খবর : আগামী ৫ আগস্টের পর চলমান কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ‘চলমান কঠোরতম বিধিনিষেধ কিছুটা শিথিল করা হতে পারে, যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, আবার শিল্প উৎপাদনও চালু রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা যায়।’ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পোশাক কারখানার আশপাশের শ্রমিকদের দিয়েই আপাতত গার্মেন্টস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন মালিকেরা। এ সময় ঢাকার বাইরের শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা নেই।’

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩ আগস্টের দিকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বিরাজমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’

দেশবাসীকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সবাইকে পরিস্থিতি বুঝে আরও সচেতন হতে হবে।’