খেলা

রেকর্ড ভেঙে দ্রুততম মানবী হলেনহেরাহ

By Daily Satkhira

July 31, 2021

খেলার খবর : পারলেন না শেলি অ্যান ফ্রেজার-প্রাইস। তিনি সেমিফাইনালে এগিয়ে ছিলেন। তাঁকে হারিয়ে রিও অলিম্পিকের বিজয়ী এলেইন থম্পসন-হেরাহ অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন।

১০.৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের ৩৩ বছরের পুরান রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেন থম্পসন-হেরাহ। ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বেইজিং ও লন্ডন অলিম্পিকের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস।

১০০ মিটারে পদক বাইরে যেতে দেয়নি জ্যামাইকা। ব্রোঞ্জও জিতেছে তারা। জ্যামাইকান স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

এই ইভেন্টের তিনটি পদকই পেল জ্যামাইকা। তৃতীয় হয়েছেন শেরিকা জ্যাকসন। ২০০৮ সালে মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০.৬২ সেকেন্ড সময় নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।

জ্যামাইকার ম্যানচেস্টার প্যারিসে জন্ম থম্পসন-হেরাহর। প্রথমে ক্রিস্টিয়ানা হাইস্কুল এবং পরে ম্যানচেস্টার হাইস্কুলে পড়াকালীন দৌড়ে হাতেখড়ি। প্রথমে তিনি স্প্রিন্টার ছিলেন না, দূরপাল্লার দৌড়েই বেশি আগ্রহ ছিল তাঁর। পরে স্প্রিন্টার হিসেবে গড়ে ওঠেন তিনি।