আসাদুজ্জামান ঃ কোন বৈধ পাশ ছাড়াই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্যে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কচুখালীখাল থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের নূর আলী গাজীর ছেলে আমিনুর গাজী, একই উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে কামরুল ইসলাম জোয়াদ্দার ও গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে রেজাউল করিম গাজী। বনবিভাগের সদস্যরা জানান, কোন বৈধ পাশ ছাড়াই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়রান্য কচুখালী খাল এলাকায় মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বৈধ পাশ ছাড়াই মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ উক্ত তিন জেলেকে আটক করা হয়। বনবিভাগের কৈখালী ষ্টেশন কর্মকর্তা মিঠু তালুকদার বিষয়টি নিশ্চিত কওে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।