আন্তর্জাতিক

মিসরে কপটিক খ্রিস্টানদের ওপর বন্দুকধারীর হামলায় নিহত ২৬

By Daily Satkhira

May 26, 2017

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের মিনিয়া প্রদেশে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। মেডিক্যাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে প্রাদেশিক গভর্নরের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৩ বলে জানানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি বাস ও একটি ট্রাকে করে কপটিক খ্রিস্টানরা প্রার্থনার জন্য সেন্ট স্যামুয়েল আশ্রমে যাচ্ছিলেন। আচমকা মুখোশধারী বন্দুকধারীরা তাদের বহনকারী যানগুলোতে হামলা চালায় এবং ফাঁকা গুলি ছুড়তে শুরু করে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। মিসরের মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিস্টান। সশস্ত্র সংগঠনগুলো প্রায়ই খ্রিস্টানদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে। গত এপ্রিলে পাম সানডে উৎসব চলার সময় তান্তা আলেক্সান্দ্রিয়া শহরের বিভিন্ন গির্জায় দুটি আলাদা বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হন। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে কায়রোর বৃহত্তর কপটিক ক্যাথেড্রোলে বোমা হামলায় ২৫ জন নিহত এবং ৪৯ জন আহত হন।