আশাশুনি

আশাশুনিতে খালে নেট পাটা : জরিমানা

By daily satkhira

August 01, 2021

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া কামারখালী খালে অবৈধভাবে নেটপাটা দিয়ে জলাবদ্ধতা প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ নেট-পাটা অপসারণের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর (পাঁচ/১) ধারায় তেঁতুলিয়া গ্রামের কাসেম আলী মোড়লের ছেলে আবু তালেবকে খালে অবৈধ ভাবে নেটপাটা দিয়ে জলাবদ্ধতা প্রতিবন্ধীকতার অপরাধে ৪০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার (দ্বীপ), ভূমি অফিসের (নাজির) সুগত অধিকারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।