সাতক্ষীরা

সাতক্ষীরা কদমতলা-বৈকারী রাস্তা খানাখন্দে পরিণত!

By daily satkhira

August 01, 2021

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন সংস্কার না করায় সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা হতে বৈকারি পর্যন্ত রাস্তার পিচ ও খোয়ার ছাল চামড়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পরিণত হয়েছে মরণ ফাঁদে।

কদমতলা টু বৈকারী রাস্তা, বকচরা বাইপাস মোড় হতে বকচরা রাস্তা, নারায়নজোল রাস্তা, বাবুলিয়ার রাস্তা, বেতলার রাস্তা, দেবনগর রাস্তা, মাগুরার রাস্তা, ছয়ঘোরিরয়ার  রাস্তাসহ উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পিচ ও ছাল চামড়া ওঠে বড় বড় গর্ত ও বৃষ্টিতে কাঁচা রাস্তা ধারণ করেছেন। বর্ষায় বড় বড় গর্তে হাটু পানি জমাট হয়ে থাকে। এসব রাস্তায় যাত্রীরা যানবহনে চলাচল করলে যেন দোলনার মত দোল খাই। সড়কে বড় বড় গর্তে হাটু পানির উপর দিয়ে পথচারীরা চলাচল করলে দুর্ঘটনার আশংকায় থাকে।

বৈকারী গ্রামের হারুন জানান, সরকারী বরাদ্ধকৃত কোটি কোটি টাকার ব্যায়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদাররা এসব রাস্তা গুলো কাজ করেছেন। কিন্তু প্রকৌশলী কর্তৃকপক্ষ (এলজিইডির) তদারকির অভাবে ঠিকাদাররা রাস্তার কাজ যেমন তেমন করে দায়সারা ভাবে কাজ করে। ফলে বছরের দুই এক মাস যেতে না যেতেই রাস্তার ছাল চামড়া উঠে খানাখন্দ পরিণত হয়। আর পিচের রাস্তা থেকে কাঁচা রাস্তা রুপ ধারণ করে। এসব রাস্তার উপর কাঁদার সৃষ্টিতে পরিণত হয় বড় বড় গর্ত ও মরণ ফাঁদ। এসব রাস্তায় চরম ঝুকি নিয়ে চলাচল করে মানুষ। দীর্ঘদিন ধরে এসব রাস্তা বেহালদশা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আসে না বলে পথচারীরা জানান। পথচারীদের চলাচলের দুর্ভোগের শেষ নেই। দ্রুত রাস্তা গুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।