আসাদুজ্জামান : সাতক্ষীরায় ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ নামের একটি ভূঁইফোঁড় সংগঠনের সন্ধান মিলেছে। দেশের ৬০টি জেলায় এই সংগঠনের সাংগঠনিক কমিটি রয়েছে। এদের সদস্য সংখ্যাও ৫৫ হাজার থেকে ৬০ হাজার। আলোচিত এই সংগঠনের চেয়ারম্যান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের মোঃ আনিসুর রহমান। তিনি একইসাথে গন টেলিভিশন, দৈনিক সময়, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব, গনফাউন্ডেশন এবং মানবিক সাতক্ষীরারও চেয়ারম্যান। মোঃ আনিসুর রহমান ‘কিংবদন্তী মুজিব’ বইয়েরও লেখক। অভিযোগ রয়েছে, এসব সংগঠনের নাম করে এবং কমিটি তৈরীর নামে চাঁদাবাজি করে আসছেন। তবে সংগঠনটির চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান তা সরাসরি অস্বীকার করে বলেন, ‘আমি এখনও একটি মাটির ঘরে বসবাস করি। আমি চাঁদা চাইবার মতো যোগ্যতাও রাখি না। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ন বানোয়াট। এছাড়া আমি আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও গন টেলিভিশন ছাড়া অন্যকিছুর সঙ্গে সম্পৃক্ত নই’।
আনিসুর রহমান জানান, ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ নামের এই সংগঠনের বয়স প্রায় ১০ বছর। বর্তমানে এর সাধারন সম্পাদক রয়েছেন মুন্সিগঞ্জ জেলার মাহদী হাসান মল্লিক। সাতক্ষীরা জেলায় এই সংগঠনের কমিটি রয়েছে। এর সভাপতি মোঃ রাজু ইসলাম ও সাধারন সম্পাদক আশেকুর রহমান বলে জানান তিনি।
মোঃ আনিসুর রহমান জানান, তিনি তার সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও প্রচার করে থাকেন। সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে নিজেদের একাত্ম করে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। তিনি জানান, আমার সংগঠনটির অনুমোদনের জন্য চেষ্টা করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এর অনুমোদন না দিলে প্রয়োজনে সংগঠনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আনিসুর রহমান জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদককে তিনি চেনেন মাত্র। তবে তার সাথে তেমন পরিচয় নেই। এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, প্রজন্ম লীগ নাম ব্যবহার করে ৩-৪টি সংগঠনের কথা শুনেছি। তবে ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ নামে কোন সংগঠন বা তার প্রধানের সাথে আমার পরিচয় নেই। আনিসুর রহমান বলেন, তিনি ২০১৯ সালে ইসলামী বিশ^বিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে মাস্টার্স করে এখন এলএলবি শেষ করেছেন। বার কাউন্সিলে আবেদন করেছেন আইনজীবি সনদ পাওয়ার জন্য। তিনি জানান, আমি অনলাইন ‘গন টেলিভিশন’ এর পরিচালক। আমরা ৩-৪ জন মিলে এই টেলিভিশন পরিচালনা করে থাকি। আমরা সরকারের সব উন্নয়ন কর্মকান্ড তুলে ধরি। বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশকে গনতন্ত্রের প্রতি এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, যৌতুক, সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধেও আমার ‘গন টেলিভিশন’ প্রচার করে আসছে। আমরা মুক্তিযুদ্ধ এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কাজেই নিয়োজিত। তবে এসবের সাথে চাঁদাবাজির কোন সম্পর্ক নেই। অনেকেই এ নিয়ে প্রশ্ন তুললেও আমি বলতে পারি আমরা কোথাও চাঁদাবাজি করিনি। বরং সাম্প্রতিক সময়ের ঘূর্নিঝড় বুলবুল, আম্পান ও ইয়াশের আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
শ্যামনগর-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার জানান, আনিসুর রহমান নামের এক যুবক নিজেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ, গন টেলিভিশন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের চেয়ারম্যান দাবি করে আমার সঙ্গে কিছুদিন আগে দেখা করতে এসেছিলেন। এসব বিষয়ে তার অনুমোদন আছে কিনা তা আমার জানা নেই।
এদিকে শ্যামনগরের বিভিন্ন পর্যায়ের মিডিয়াকর্মীরা জানিয়েছেন, আনিসুর রহমান বহু সংগঠনের পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। একইসাথে সাংবাদিকতার পরিচয় দিয়েও চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা জরুরী।##