তালা প্রতিনিধি : কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল পশুর হাট। খবর পেয়ে হাটে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গরুর হাটে ৮ জন ক্রেতা এবং বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৩ হাজার ৮শ’ টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এ জরিমানা করেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান একটি মামলায় ১ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান দুইটি মামলায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকতা মো. তারিফ-উল-হাসান জানান, ‘লকডাউনে কোনপ্রকার গরুর হাট বসবেনা। কোন জনপ্রতিনিধি, বাজার কর্তৃপক্ষ, হাট ইজারাদার, রাজনৈতিক দলের নেতারা যদি হাট বসানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’