সাতক্ষীরা

অপরিকল্পিতভাবে ঘের করে জলাবদ্ধতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা–এমপি রবি

By daily satkhira

May 26, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়নের আড়ুঁয়াখালি এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার বিকালে সরেজমিনে যেয়ে তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি জলাবদ্ধতা থেকে মুক্তি ও চাষাবাদের ফসল রক্ষা করতে ঐ খাল খনন করা। এসময় খাল খননে তাদের মাঝে আনন্দের উচ্ছাস বইতে শুরু করে। সাধারণ জনগণ ঐ এলাকায় অবৈধভাবে ও অপরিকল্পিত ঘের তৈরীর হোতা কাদের বাহিনীর দ্বারা নির্যাতনের বিভিন্ন বর্ণনা দেন। ঐ কাদের বাহিনীর কারনে প্রতিবছর তিনটি ইউনিয়নের মানুষ পানি-বন্দি ও ফসলের ক্ষয়-ক্ষতির সম্মুখিন হয় তার চিত্র তুলে ধরেন এবং পরবর্তীতে আর পানি-বন্দি না হতে হয় সেবিষয়ে সাংসদের কাছে দাবী জানান। পরে কুশখালি ইউপি সদস্য মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘নিরীহ মানুষকে কষ্ট দিয়ে যারা জলাবদ্ধতা সৃষ্টি করে ও ফসলের ক্ষতি করে অপরিকল্পিতভাবে ঘের করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় কুশখালি ইউনিয়ন, শিবপুর, বৈকারী ও ঘোনা ইউনিয়নের মানুষের পানিবন্দি হওয়া ও ফসলের ক্ষতি থেকে রক্ষা পেতে এই খাল খননের ব্যবস্থা করেছেন বলে ঐ তিন ইউনিয়নের মানুষ বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সাংসদ রবির জন্য প্রাণ খুলে দোয়া করেন। মৃগীডাঙ্গা ব্রীজ হতে ভাড়–খালি পুজিমারি খাল পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার খাল খনন করা হবে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মীর তানজীর আহমেদ, সাবেক চেয়ারম্যান ইসমাঈল গাজী, ইউপি সদস্য আলী হোসেন, শফিকুল ও মহিলা ইউপি সদস্য ইতিসহ ঐ তিন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।