সাতক্ষীরা

হিন্দু নির্যাতন ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান

By daily satkhira

August 05, 2021

নিজস্ব প্রতিনিধি : চলমান হিন্দু নির্যাতন, বাড়িঘর লুটপাট, মন্দির, শ্মশানের জমি দখল, জোরপূর্বক ধর্মান্তরকরণ বন্ধ ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ হিন্দু পরিষদ, হিন্দু যুব পরিষদ ও হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।

এসময় নেতৃবৃন্দ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাড. সোমনাথ ব্যানার্জি, প্রধান সমন্বয়ক এ্যাড. পঙ্কজ মল্লিক, হিন্দু ছাত্র পরিষদের আহবায়ক ধীমান সরকার, শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, হিন্দু ছাত্র পরিষদের সদস্য সচিব পার্থ সাহা প্রমুখ।