মইনুল ইসলাম : আশাশুনির বুধহাটা ও হাবাসপুরের যৌথ উদ্যোগে ৮দলীয় গাঁদনদাড়ি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় হাবাসপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাঁদনদাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা যুবলীগ সেক্রেটারি শাহজুদ্দীন সাজু’র সভাপতিত্বে উত্তেজনাপূর্ণ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। সাংবাদিক এস এম শাহিন আলমের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, ফিংড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক অজয় দাশ, আ’লীগ নেতা ছাত্তার গাজী, আবঃ সেনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা হুমায়ন কবির, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, আবুল কালাম, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর যুব কমিটির গাঁদনদাড়ি দল ১-০ সেটে ৭নং ওয়ার্ডের মেম্বর জাকিরুল হকের দলকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দলকে ২১ইঞ্চি ও অপর দলকে ১৪ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কৃত করেন। ঐতিহ্যবাহী গাঁদনদাড়ি খেলায় মাঠে দর্শক ছিলো চোখে পড়ার মত।