বিনোদন সংবাদ : চিত্রনায়িকা পরী মণি, হেলেনা জাহাঙ্গীরসহ আরও তিনজনের বিরুদ্ধে করা সাতটি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এসব মামলার তদন্ত করবে সংস্থাটি।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান। তিনি বলেন, ‘এরই মধ্যে মামলা হস্তান্তর সংক্রান্ত কাগজপত্র আমরা বুঝে পেয়েছি।’
স্থানান্তরিত সাত মামলার মধ্যে রয়েছে- চিত্রনায়িকা পরীমণির একটি, প্রযোজক নজরুল ইসলাম রাজের একটি, হেলেনা জাহাঙ্গীরের একটি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিনটি ও মরিয়ম আক্তার মৌয়ের একটি।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান জানান, পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। আসামিদেরও সিআইডির হেফাজতে নিয়ে আসা হবে।
সিআইডি সূত্রে জানা গেছে, মামলা হস্তান্তরের পর এরই মধ্যে পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে। বাকি মামলার আসামিদেরও সিআইডিতে নেওয়ার প্রক্রিয়া চলছে।