ফিচার

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

By daily satkhira

August 07, 2021

নিজস্ব প্রতিনিধি ঃ গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে দেওয়া তথ্যে করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭২ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করে ২০ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২১.২৭% শতাংশ। আগের দিনের সনাক্তের হার ২২ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে দেওয়া তথ্য অনুযায়ি এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৭১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৭৮৩ জনের। জেলায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৩জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৬ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ২০৬ জন। এর মধ্যে ২৩জন সামেক হাসপাতালে ও ৪জন বেসরকারি হাসপাতালে। হোম আইসোলেশনে আছেন ১১৩৯ জন। উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি ১৬০ জন ও বেসরকারি হাসপাতালে ৪৬ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ০৫জন। করোনায় মারা গেছেন ৮৫জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭২জন।#