ফিচার

সাতক্ষীরায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

By Daily Satkhira

August 08, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ ৫ মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা এটি সর্বনিম্ন। এছাড়া কমেছে করোনা সংক্রমণের হারও।

উপসর্গ নিয়ে মৃত ওই নারীর নাম হাসিনা খাতুন (৫৫)। তিনি দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত সপ্তাহ খানেক আগে হাসিনা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৭৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন।

এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় আরও কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ৩৭৯ টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২১ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এনিয়ে এপর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১শ’ ৬২ জনের।

এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৮শ’৮৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৫ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ৩০ জন ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১শ’ ৪ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত ২৪ ঘন্টায় উপসর্গে মারা গেছেন এক জন। এ অবস্থা ধরে রাখতে সবাইকে স্বাস্থ্য বিধি মানার ও মাস্ক পরার আহবান জানান তিনি।