স্পোর্টস ডেস্ক : মুক্তির প্রথম দিনেই ঝড় তুলেছে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘শচীন : অ্যা বিলিয়ন ড্রিমস’। শুক্রবার ভারতের প্রেক্ষাগ্রহে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। প্রথম দিনেই বাজিমাত করে দিয়েছে শচীনের এই বায়োপিক। শুক্রবার মুক্তির প্রথম দিনেই ১৮ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। ভারতের জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শের মতে, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে ক্রিকেট ঈশ্বরকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি। টুইটারে তারান বলেন, ‘অভিজ্ঞতা, বিনোদন, রোমাঞ্চ নিয়ে দারুণ শুরু করল শচীন বিলিয়ন ড্রিমস।’ ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, মুক্তির প্রথম দিনেই ১৮ কোপি রুপি ব্যবসা করেছে শচীনের চলচ্চিত্রটি। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, ‘শচীনের বায়োপিক মুক্তি পাওয়ায় অবশেষে বাহুবলি তার তেজ হারাতে শুরু করেছে। প্রথম দিনে সিনেমা প্রেমীদের মধ্যে শচীনের চলচ্চিত্র নিয়ে দারুণ উন্মাদনা লক্ষ করা গেছে।’ তবে প্রথম দিনটায় মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি’র কাছে হেরে গেছে শচীনের বায়োপিক। মুক্তির প্রথম দিনেই ২১ কোটি রুপি ব্যবসা করেছিল ‘ধোনি’। মুক্তির প্রথম দিন যেমনই করুক না কেন তবে সমালোচকদের দৃষ্টিতে অনেক আগেই ব্লক ব্লাস্টার হিট শচীনের বায়োপিক। চলচ্চিত্রটি দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন অমিতাভ বচ্চন, আমির খান থেকে শাহরুখ খান, মুকেশ আম্বানির মতো সেলিব্রিটিরা। প্রিমিয়ার শো দেখে বেরিয়ে অমিতাভ বচ্চনের বক্তব্য, ‘আমি শচীনকে বলছিলাম, এই ছবিটা দেশের প্রত্যেক মানুষকে দেখানো উচিত। শচীনকে নিয়ে আমরা গর্বিত বলে নয়, সে দেশকে কতটা গর্বিত করেছে, সেটা বোঝানোর জন্য।’ মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলেন, ‘আমি শচীনের বিশাল ভক্ত। যে কোনো শচীনভক্তই ছবিটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়বে। তার জীবন এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আমরা পর্দায় দেখতে পেলাম।’ শচীনের বায়োপিক দেখে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শাহরুখ খান। তিনি বলেন, ‘এই ফিল্মের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন। শুধু এই দেশেই নয়, বিদেশেও মানুষ অনুপ্রাণিত হয় শচীন টেন্ডুলকারকে দেখে। ছবিটা চমৎকার হয়েছে।’