শ্যামনগর

শ্যামনগরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৫০ কৃষকদের বিনামূল্যে ব্রি-৩৪ ধানের বীজ বিতরণ

By daily satkhira

August 08, 2021

শ্যামনগর প্রতিনিধি :  শ্যামনগরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষক দের পুনর্বাসনের জন্য ব্রি-৩৪ উদ্ভাবিত আমন ধানের বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল১১ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মোবাইল ভারচুয়্যাল এর মাধ্যমে বক্তব্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিট গাজীপুরের মহা-পরিচালক ড.শাহজাহান কবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,সাতক্ষীরার ব্রি-আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডঃ এস,এম,মফিজুর রহমান, সিনিয়র সাইন্টিফিক অফিসার ইমরান উল্লাহ সসরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার এস,এম, এনামুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান প্রমূখ।

সাতক্ষীরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিট আঞ্চলিক কার্যালয় এর বাস্তবায়নে এবং শ্যামনগর কৃষি সম্প্রসারণ এর সহযোগিতায় ৫০ জন কৃষক দের মাঝে প্রত্যেকে ৩ কেজি করে বিনা মূল্যে ব্রি- ৩৪ ধান বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া। অতিবর্ষণে শ্যামনগরের সর্বত্রে আমন ধান বীজতলার চারা মরে যাওয়ায় প্রায় ৬/৭শত মেঃটঃ বীজ বিশেষ প্রয়োজন হওয়ায় উপজেলা কৃষি বিভাগ বীজ সংগ্রহে ব্যস্ততম সময় পার করছেন।