সাতক্ষীরা

সাতক্ষীরায় কৃষকলীগের আয়োজনে বঙ্গমাতার জন্মদিন পালন

By daily satkhira

August 08, 2021

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন করেছে কৃষকলীগ। রবিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া বউবাজারে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকলীগের আয়োজনে তার জন্মদিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ, পৌর কৃষকলীগের সভাপতি সামসুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ আনারুল, যুগ্ম-সম্পাদক মো. বাবলুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কৃষকদের এখন আর সারের জন্য গুলি খেতে হয়না। বর্তমান সরকার ভুর্তকি দিয়ে কৃষকদের কাছে সার পৌছে দেন।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের আমলে কৃষকরা সনাতন চাষাবাদ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করেছে। আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজে পৌছে দিতে কাজ করছে সরকার।