শ্যামনগর

শ্যামনগরে আদর্শ সনাতন বিদ্যাপীঠ ৪৭ তম গীতা স্কুলের উদ্বোধন

By daily satkhira

August 09, 2021

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগরে ৪৭ তম শংকরকাটি আদর্শ সনাতন বিদ্যাপীঠ শ্যামনগর গীতা স্কুল উদ্বোধন হয়। আগস্ট সোমবার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামের দুর্গা মন্দিরের পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মঙ্গোল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু জয়দেব বিশ্বাস সভাপতি মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু কিংশুক মন্ডল, অনুপম মন্ডল, বাবু বিজন মন্ডল ,বাবু ভবতোষ বৈরাগী, বাবু মাধব চন্দ্র শীল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবাশীষ কুমার প্রধান সমন্বয়কারী আদর্শ সনাতন বিদ্যাপীঠ শ্যামনগর উপজেলা শাখা।

উক্ত অনুষ্ঠানে ৩০ জন ছাত্র ছাত্রীদের মাঝে গীতা এবং হিন্দু নৈতিক শিক্ষার বই বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।