ভিন্ন স্বা‌দের খবর

চার মাসের শিশু জন্ম দিল আরেক শিশু!

By Daily Satkhira

May 27, 2017

ফুলে উঠছিলো চার মাসের শিশু পেট। দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বাবা-মা। এর পর গত বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগে শিশুর সফল অপরাশেন হয়েছে। এতে চার মাসের শিশুর পেট থেকে আরেক শিশুকে অপসারণ করা হয়েছে।

প্রায় পাঁচ ঘণ্টার সফল এ অপারেশন করেছেন বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুশংকর কুমার মণ্ডল। জানা গেছে, ওই শিশুর নাম সাইফ। তার বাবার নাম মোজাম্মেল হোসেন মিলন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

অপারেশনের পর শিশুটি এখন সুস্থ রয়েছে। হাসি ফিরে এসেছে তার বাবা-মায়ের মুখে। বর্তমানে শিশুটি বিএসএমএমইউ’র সি ব্লকের ৫ম তলায় নন পেইড ওয়ার্ডের ১০ নম্বর বেডে ভর্তি রয়েছে।

এ বিষয়ে ডা. সুশংকর কুমার মণ্ডল জানান, চার মাসের শিশুর তলপেট গত দু’মাস ধরে বড় হতে থাকে। কিন্তু গত দুই সপ্তাহে পেট এতটাই বড় হয়ে যায় তা ফেটে যাওয়ার উপক্রম হয়। অসহায় ও দুশ্চিন্তাগ্রস্ত শিশুর বাবা-মা আমার শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষার পর শিশুর পেটে আরেকটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়।

তিনি বলেন, শিশুর পেটে আরেকটি শিশুর অস্তিত্বের খবরটি বিস্ময়কর মনে হলেও এটা ঘটতেই পারে। যদিও এ ধরনের অসুখ বিরল, তবে এটা জন্মগত ত্রু টি। এর অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুর পেটে শিশু, মেডিকেলের ভাষায় বলে ফিটাস ইন ফিটু।