সাতক্ষীরা

রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য – এমপি রবি

By Daily Satkhira

May 27, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা হাফেজ পরিষদের উদ্যোগে সাতক্ষীরা আহছানিয়া মিশন কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

আলোচনা সভায় হাফেজ মাওলানা জুলফিকার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানব আত্মাকে পরিশুদ্ধ করা যায়। রমজান মাসে ধনী গরিব ভেদাভেদ দুর হয়। এজন্য রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।’ এসময় উপস্থিত ছিলেন জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন, জেলা হাফেজ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ আব্দুল জলিল, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ মোক্তার হোসেন, হাফেজ আবুল বাশার, হাফেজ মাহবুব, হাফেজ কোহিনুর, হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ। র‌্যালি শেষে দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।