ফিচার

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি : একদিনে ৭ জনের মৃত্যু

By Daily Satkhira

August 13, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ২৮১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ২৮৭ জনের। সুস্থ হয়েছেন ৫ হাজার ১৬০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন এক হাজার ৩৫ জন। এর মধ্যে সামেক হাসপাতালে ১০ জন ও বেসরকারী হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।