কালিগঞ্জ

মন্দির ও প্রতিমা ভাংচরের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

By daily satkhira

August 13, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে কালিগঞ্জে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশে মহাসড়কে উপর “সুজন” সুশাসনের জন্য নাগরিক, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখা আয়োজনে পৃথক পৃথকভাবে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সুজন” সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট-এর আনিসুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। অপর দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, তাপস কুমার, চন্ডীচরণ মন্ডল, তারক সরকার, সিদাম বিশ^াস প্রমুখ। এসময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ করতে হবে। এধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাংচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।