সাতক্ষীরা

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ায় জাতীয় শোক দিবস পালন

By daily satkhira

August 15, 2021

জনতা ব্যাংক, সাতক্ষীরা এরিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় মোঃ জাকির হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) এর নেতৃত্বে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সাতক্ষীরার খুলনা রোডস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করা হয়। সকাল সাড়ে নয়টায় ব্যাংকের এরিয়া অফিস, সাতক্ষীরায় শোক দিবসের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোঃ জাকির হোসেন, এজিএম(এরিয়া ইনচার্জ) তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে। অর্থনৈতিক মুক্তির জন্য ব্যাংক সমূহকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মোঃ রুকনুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক বিশেষ অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত। সবুজ সোনার বাংলা তৈরীর জন্য এ সময় আমরা প্রত্যেকে একটি করে বৃক্ষ রোপন করতে পারি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন সিবিএ সভাপতি একরামুল কবীর খান চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি মোঃ শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। এছাড়া দুইজন শাখাব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান এবং বিশ্বনাথ দেবনাথ, এরিয়া অফিস, সাতক্ষীরার কর্মকর্তা শেখ বে-নজীর আহম্মেদ, এসপিও এবং উজ্জ্বল কান্তি মন্ডল, পিও। শেষে অত্র অফিসের ইমাম মোঃ ইয়াসিন আরাফাত বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সর্বশেষ দুপুর ১.৩০ টায় কোভিড আক্রান্ত এলাকা হিসাবে সাতক্ষীরায় পঞ্চাশটি দরিদ্র পরিবারকে খাদ্য প্রদান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাগফুর রহমান, প্রিন্সিপাল অফিসার, এরিয়া অফিস, সাতক্ষীরা। প্রেস বিজ্ঞপ্তি