ভিন্ন স্বা‌দের খবর

শিশুর ওজন ১৯২ কেজি! (ভিডিও)

By Daily Satkhira

May 27, 2017

ইন্দোনেশিয়ান দশ বছর বয়সী আরিয়া পারমানার ওজন ১৯২ কেজি! এ ব্যাপারে জানা গেছে, এই বিশাল শরীরের জন্য তাকে প্রতিদিন কমপক্ষে ৫ বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। খাবারের তালিকায় আছে ইনস্ট্যান্ট নুডলস, ভাত, মাংস ও মাছ। এর সঙ্গে পান করে প্রচুর পরিমাণ পানীয়। আর এমন কথা প্রকাশের পরপরই তার নামলেখা হলো বিশ্বের সবচেয়ে মোটা শিশু তালিকার শীর্ষে।

এমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার কারণে আরিয়ার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্কুলে যেতে পারছে না ছেলেটি। অতিরিক্ত ওজনের কারণে হাঁটতেও পারছে না আরিয়া। তার মাপের পোশাক পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে মা-বাবাকে। আরিয়ার ওজন কমানোর জন্য ডায়েট করার চেষ্টা চালিয়েছিল পরিবারটি। শুধু শাকসবজি ও ফলমূল খাওয়ার পর দেখা গেল মাত্র ৬ কেজি ওজন কমেছে।

এদিকে, চিকিৎসকরা তার ব্যাপারে সার্জারির কথা বলছেন। আরিয়াকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হলে তার পাকস্থলীর আকার কমাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরিয়া মাত্র ১০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে খ্যাতি পেলেও মা বাবার কাছে এটি বিড়ম্বনার নাম। এবং তার বাবা-মা চাচ্ছেন খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক ছেলেটি।