কালিগঞ্জ

কা‌লিগঞ্জ প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তির স্মরণসভা ও দোয়া মাহ‌ফিল  

By daily satkhira

August 19, 2021

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কা‌লিগঞ্জ প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মরহুম অধ‌্যক্ষ ত‌মিজ উদ্দীন অাহম্মদ এর অষ্টম মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে স্বরণসভা, মাজার জিয়ারত ও দোয়া মাহ‌ফিল অন‌ু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপু‌রে প্রেসক্লাব মিলনায়ত‌নে এই স্মরণসভা  ও দোয়া মাহ‌ফি‌লের অা‌য়োজন করা হয়। প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফুর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর প‌রিচালনায় স্মরণ সভায় স্মৃ‌তিচারণ ক‌রে বক্তব‌্য রা‌খেনথানার অ‌ফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,  অবসরপ্রাপ্ত অধ‌্যাপক বি‌শিষ্ঠ সা‌হি‌ত্যিক গাজী অা‌জিজুর রহমান, দৈ‌নিক পূর্বাঞ্চ‌লের স্টাফ রি‌পোটার কামরুল অালম, কা‌লিগঞ্জ সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ র‌ফিকুল ইসলাম,  রো‌কেয়া মনসুর ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ কেএম, জাফরুল অালম বাবু,  সহকারী অধ‌্যাপক ও প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি নিয়াজ কওছার তু‌হিন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তি‌যোদ্ধা মমতাজ হো‌সেন মন্টু, প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নিরুজ্জামান মহসীন, সাংবা‌দিক শাওন অাহ‌মেদ সোহাগ, মরহুম ত‌মিজ উ‌দ্দি‌নের ছে‌লে তানভীর অাহ‌মেদ উজ্জল প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা ব‌লেন, অধ‌্যক্ষ ত‌মিজ উ‌দ্দিন ছি‌লেন কা‌লিগঞ্জ ক‌লে‌জের বাংলা বিভা‌গের দিকপাল এবং সাংবা‌দিক‌দের জন‌্য একজন অাদর্শবান ব‌্যা‌ক্তি। সেই পথ ধ‌রে অাগা‌মি দি‌নে তার জন‌্য কিছু স্মৃ‌তি তৈরী করা দরকার। শিক্ষা ও সাংবা‌দিকতার মত গুরুত্বপূর্ণ দুটি পেশার সা‌থে ত‌মিজ উ‌দ্দি‌নের গভীর সম্পর্ক ছিল। তি‌নি কা‌লিগ‌ঞ্জে ই‌তিহা‌সে এক‌টি মাইল ফলক ব‌্যা‌ক্তি ছি‌লেন।