কালিগঞ্জ প্রতিনিধি : “সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার বেলা সাড়ে ১১টায় উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের পরিচালনায় এসময় সভায় বক্তব্য রাখেন শেখ সাইফুল বারী সফু, ইলা দেবী মল্লিক, সুকুমার দাশ বাচ্ছু এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, এম, হাফিজুর রহমান শিমুল, অবসরপ্রাপ্ত অধ্যাপক মুনসুর অালী, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গাজী জাহাঙ্গীর কবির, শিক্ষক সাইফুল ইসলাম, প্রদীপ কুমার ঘোষ, শান্তি গোপাল চক্রবর্তী, কনিকা সরকার খোদেজা খাতুন, রেহানা পারভীন, তাহেরা বেগম, শওন প্রমুখ।
উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ব্যাবস্থাপক আলমগীর কবীর ও একাউন্টেন্ট দেবব্রত ঘোষের সার্বিক তত্ত্ববধায়নে সভার শুরুতে কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অাব্দুল খালেকের মৃত্যুর পর করোনা কালিন দীর্ঘ দিন মিটিং না হওয়ায় এক মিনিট নিরবতা পালন শেষে শোক প্রস্তাব গৃহিত হয়। ত্রৈ-মাসিক সভায় খাসজমি দখলমুক্ত, নদীর নাব্যতা সৃষ্টি, পাওয়ার যোগ্য ভুমিহীনদের তালিকা প্রস্তুতকরণ, জলাবদ্ধতা নিরসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখেন বক্তাগন।