dav

সাতক্ষীরা

সাতক্ষীরায় আউশধান উৎপাদন বৃদ্ধিতে কৃষক উদ্বুদ্ধকরনে মাঠ দিবস

By daily satkhira

August 21, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পতিত জমিতে আউশধান আবাদের মাধ্যমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় সদর উপজেলঅর নলকুড়া এলাকায় উক্ত মাঠ দিবস অনুুষ্ঠিত হয়। উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলে নীবিড়তা বৃদ্ধিকরন কর্মসুচির অর্থায়নে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও চীফ সাইন্টিফিক অফিসার ড. রফিকুল ইসলাম।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রি সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাজু ীহিমেদ। উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষকরা বলেন, ফসল কর্তনে ব্রি ধান ৪৮ ভাল ফলন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী রোপা আউশ মৌসুমে জাতটি এ অঞ্চলে আরো সম্প্রসারন করবে বলে কৃষকরা মতামত প্রদান করেছেন। উক্ত কৃষক সমাবেশে সদর উপজেলার নলকুড়া ও এর আশেপাশের প্রায় ১০০ জন কৃষক-কৃষানী ও জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।##