দেবহাটা ব্যুরো : দেবহাটায় ২১আগষ্ট গ্রেনেট হামলার রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশে মোবাইল কনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, বিভিষিকাময় হত্যার রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। বক্তব্যে তিনি আরো বলেন, ৭৫’র ১৫আগষ্ঠ বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করেছিল পাকিস্থানী দোসররা। তারা চেয়েছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে। তাইতো সে রাতের হত্যাযজ্ঞ থেকে ভাগ্য ক্রমে বেঁচে যাওয়া দুই বোনের মধ্যে আজকের সফল প্রধানমন্ত্রীকে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেট হামলার মাধ্যমে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল পাকিস্থানী দোসর তৎকালীন ৪ দলীয় বিএনপি-জামাত জোট। সেদিনও সৃষ্টিকর্তা অশেষ রহমত এবং বাংলার মানুষের ভালো বাসায় বেঁচে গিয়ে ছিলেন শেখ হাসিনা । আর তিনি বেঁচে আছেন বলে আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হচ্ছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আমরা এই শোকের মাস ২১ আগষ্টে বলতে চাই সেদিনের হামলাকারী ও মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তিÍ নিশ্চিত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে।শনিবার বিকাল ৫টায় আওয়ামী লীগের আয়োজনে সাতক্ষীরার দেবহাটা ঈদগাহ বাজার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারন সম্পাদক আলী মোর্তজা মোঃ আনারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রউফ, দুলাল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অজয় কুমার ঘোষ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল খালেক ভোলা, শাহিন উল্লাহ, দেবহাটা সদর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর-রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরশাদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান কবির, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ মাঈন হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান