কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ আ.ফ.ম. রুহুল হক। এদিকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টে ফাইনাল খেলায় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) ও জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেকার খেলাটি নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায় ট্রাইব্রেকারে জাফরপুর প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রামনগর প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হারায়। অপর খেলা হাড়দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) ও চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে অনুষ্ঠিত হয়। চাম্পাফুল প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হাড়দ্দা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারী হিসাবে খেলা পরিচালনা করে সুকুমার দাশ বাচ্চু, সহকারী রেফারী হিসাবে দায়িত্বে ছিলেন সৈয়দ মোমিনুর রহমান ও সোহগ। সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান এসএম আসাদুর রহমান সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু।