ফিচার

জয়ার গানের প্রশংসা

By Daily Satkhira

August 23, 2021

বিনোদন সংবাদ : গত ২০ আগস্ট কলকাতায় মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসানের চলচ্চিত্র ‘বিনিসুতোয়’। মাত্র একটি প্রেক্ষাগৃহে এটি দেখার সুযোগ হলেও ছবিটি পাচ্ছে বেশ প্রশংসা। বিশেষ করে চলচ্চিত্রটির দুই কেন্দ্রীয় চরিত্রের স্তুতিতে মেতেছে ওপার বাংলা।

নেটিজেনদের পাশাপাশি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পত্রিকা আনন্দবাজার চলচ্চিত্রটি নিয়ে রিভিউ প্রকাশিত করেছে। সেখানে বাংলাদেশি অভিনেত্রীকে ‘অনুকরণীয়’ বলে মন্তব্য করা হয়। অভিনয় তো বটেই সিনেমাটির একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া। যা ছবির বাড়তি পাওনা বলে উল্লেখ করা হয়েছে, ‘‘ছবির বাড়তি পাওনা, জয়ার সুললিত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘সুখের মাঝে তোমায় দেখেছি।’’

তাই বলা যায়, অভিনেত্রীর পাশাপাশি গায়িকা জয়াকেও মনে ধরেছে ওপারের।

জয়া প্রসঙ্গে তাদের ভাষ্যটা এমন, ‘কাজলের চরিত্রে ঋত্বিক নিপুণ। শ্রাবণীর ভূমিকায় জয়া অননুকরণীয়। ভারী সুন্দর লেগেছে তাদের জুটিকে।’

চলচ্চিত্রটির প্রশংসা করে লেখা হয়, ‘‘নিস্তরঙ্গ জীবন, মায়ার সংসার আর বিচিত্র মন! তিনটি বিষয়কে এক সুতোয় জুড়ে দিলে তৈরি হয় ‘গল্প’। সেটিই হলো ‘বিনিসুতোয়’। ছবির প্রথম দৃশ্যের বিশালকায় গাছ থেকে রোদে নিকানো বারান্দায় একটি কমলালেবু, বৃষ্টির শোভা দেখতে মগ্ন শ্রাবণী থেকে দোকানের আরশিতে ধরা শ্রাবণী… ক্যামেরা এ ছবির একটি চরিত্র।’’

ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। ‘বিনিসুতোয়’-এর গল্প মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজলকে ঘিরে। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়ালিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করেন তাদের জীবনের ঘাত প্রতিঘাতের গল্প।

এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।