সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গীতে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন

By daily satkhira

August 23, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমল্লার ডাঙ্গীতে শতবর্ষী পাওয়ার হাউজ পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক মেহেদীআলী সুজয়, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের (আঞ্চলিক) সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, রুবেল হোসেন, সাবেক যুবনেতা নূর ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গী এলাকায় পাওয়ার হাউজ পুকুর নামের পুকুরটি দীর্ঘদিন অত্র এলাকার মানুষ ব্যবহার করে আসছেন। এলাকাবাসীসহ সাতক্ষীরা সদর হাসপাতালের রোগীর স্বজন, বাস টার্মিনালের শ্রমিকসহ বহু মানুষ প্রতিদিন পুকুরে গোসল করে তৃপ্তি মেটান। কিন্তু একটি কুচক্রী মহল রাতের আধারে ড্রেসিং মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে পুকুরটি ভরাটের অশুভ পায়তারা শুরু করছে। এলাকাবাসী আরো জানান, অত্র এলাকার মানুষের ব্যবহারের একটি মাত্র পুকুরটিও ভরাট করা হলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে। পুকুরটি ভরাটের কার্যক্রম বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানববন্ধন শেষে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানজিল্লুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।