জাতীয়

বেনাপোলে ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের আসবাবপত্র থেকে মদ ও বিয়ার উদ্বার

By Daily Satkhira

August 26, 2021

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের তিন কর্মকর্তার আসবাবপত্রের মধ্য থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নিয়ামুল ইসলাম বিদেশি মদ ও বিয়ার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে কর্মরত ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার, অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জি ও স্টাফ মেম্বার শুভদীপ চক্রবর্তীর ভারতে বদলি হয়েছে। যার কারনে বাংলাদেশে তাদের ব্যবহৃত আসবাবপত্র গুলো ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে নেওয়া হচ্ছিলো।

সন্ধ্যায় আসবাবপত্র বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌছুলে কাস্টমস কর্মকর্তারা সেগুলো পরীক্ষন করতে গেলে অ্যাটাচি লোকনাথ চ্যাটাজির আসবাবপত্রের মধ্যে থেকে ০৮ বোতল বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও প্রদীপ কুমারের আসবাবপত্রের মধ্য থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় কাস্টমস কর্মকর্তারা মদ ও আসবাবপত্রসহ ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নিয়ামুল ইসলাম জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও আসবাবপত্রের ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজে নেওয়া হয়েছে। বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে চিঠি দিয়ে জানানো হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।