সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে এক কেজি স্বর্ণ সহ গ্রেফতার ১

By daily satkhira

August 29, 2021

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১ কেজি স্বর্ণ সহ বেল্লাল হোসেন নামের একজন চোরা কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

রোববার ভোরে বিজিবি তলুইগাছার হাবিলদার আহসান হাবিবের নেতৃত্বে একটি টহল দল ভবানীপুর বেড়িবাঁধের ওপর থেকে তাকে স্বর্ণ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেল্লাল হোসেন একজন নারী পাচারকারী হিসাবে আইনশৃংখলা বাহিনীর খাতায় তালিকাভূক্ত আসামী। সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে তার বাড়ি।

বর্তমানে সে তলুইগাছায় শ^শুর মতিয়ার রহমানের বাড়িতে ঘরজামাই থাকে। বেল্লাল হোসেন সাতক্ষীরা সীমান্তের দুর্ধর্ষ চোরাচালানী ও চোরাঘাট মালিক আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী বলে স্বীকার করেছে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বেল্লাল কোমরে স্বর্ণ বেঁধে নিয়ে একটি সাইকেল চালিয়ে সীমান্ত পার হবার চেষ্টা করছিল। এসময় তাকে টহল সদস্যরা হাতেনাতে আটক করে। তার দেহ তল্লাশি করে প্রায় ১ কেজি স্বর্ণ পাওয়া যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক