ফিচার

সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্য সেক্টরের অংশীজনদের মতবিনিময় সভা

By Daily Satkhira

August 30, 2021

আসাদুজ্জামান : “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্যজীবীসহ মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, জেলা চিংড়ি হ্যাচারী মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, মৎস্য চাষী আশরাফুল করিম ধনী, মশিউর রহমান পলাশ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

মৎস্য চাষীরা এ সময় তাদের বক্তব্যে মৎস্য খাতে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন। তারা মৎস্য চিংড়ি চাষের জন্য কৃষির অনুরূপ মূল্যে বিদ্যুৎ, ভাইরাসমুক্ত রেণু, মৎস্য খাদ্য ও উপকরণের মূল্য কমানো, সহজ পরিবহণ ও বাজার ব্যবস্থাপনা, প্রান্তি পর্যায়ের চাষীদের সাথে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ, প্রতিবন্ধকতাহীন পানি ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা উৎপাদনের লক্ষে ব্রুড ব্যাংক স্থাপন, কাঁকড়া আহরণ প্রভৃতি বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানান।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন সকলকে আশ্বত করেন। এছাড়া জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেলা মৎস্য অফিসারকে উদ্ধর্তন কর্কৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য নির্দেশনা প্রদান করেন।