আন্তর্জাতিক

আফগানিস্তান সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া

By Daily Satkhira

August 30, 2021

বিদেশের খবর : আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সীমান্তের তাজিকিস্তান অংশে চালানো এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ৫০০ রুশ সেনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে বিদ্যমান অস্থিতিশীলতার মধ্যেই তাজিকিস্তানের পার্বত্য এলাকায় এ মহড়ায় অংশ নেয় রুশ সেনারা। মূলত দেশটিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটির সেনারাই এতে অংশ নেয়। সম্পর্কিত খবর

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তে গত এক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয় দফায় মহড়া চালাচ্ছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, কাবুলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় মস্কো। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে।