সাতক্ষীরা

শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা

By daily satkhira

August 30, 2021

নিজস্ব প্রতিনিধি : ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমীন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার সহকারি পরিচালক অপূর্ব আদিত্য এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সেবক সংঘ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডা: সুশান্ত ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা মিন্টু হালদার, সঞ্জয় সরকার, দিনেশ বিশ^াস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মন্দির সমিতির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বাপর যুগের সন্ধিক্ষণে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে আমরা ধুমধামের সাথে পালন করি। কিন্তু করোনার কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সকল প্রকার অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে সারা বিশে^র জীবকুলের সুখ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।