খেলা

তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না

By Daily Satkhira

September 01, 2021

খেলার খবর : চোটের কারণে লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে নেই তামিম ইকবাল। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। নিজে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেন বাঁহাতি এই ওপেনার।

বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তামিম জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। মূলত লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম বলেন, “ছোট্ট একটা ঘোষণা ছিল। কিছুক্ষণ আগে আমি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে ফোন করে বলেছি যে আমার মনে হয় না, বিশ্বকাপ দলে আমার থাকা উচিত। বিশ্বকাপের জন্য আমি ‘এভেইলেবল’ নই।

একটা বড় কারণ, গেম টাইম। বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি যে বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব। আমার কাছে যে মেইন জিনিসটি ‘ট্রিক’ করেছে এই সিদ্ধান্ত নিতে, যেহেতু সবশেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি এবং আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না, এটা কোনোভাবে ফেয়ার হবে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই।’

তামিম আরও বলেন, ‘সম্ভবত… হয়তোবা আমি বিশ্বকাপ দলে থাকতাম, এটা আমি জানি না…। এটা আমি মনে করি, হয়তোবা থাকতাম। আমার কাছে মনে হয় না, এটা ফেয়ার হতো। এই বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। তবে আমি এতটুকুই বলতে পারি, এই সিরিজ ও বিশ্বকাপের জন্য দলকে আমি সর্বোচ্চ শুভকামনা জানাই। আবার পরিষ্কার করে দেই, আমি অবসর নিচ্ছি না। অবসর নিচ্ছি না। কিন্তু এই বিশ্বকাপে আমার খেলা হবে না। আমার মনে হয়, তরুণ যারা ওপেন করছেন, বিশ্বকাপে ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ, ওরা গত ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতি হয়তো আমার চেয়ে ভালো থাকবে। সঙ্গে এটাও মনে করি, তারা হয়তো দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।’

সংবাদমাধ্যমকে অনুরোধ করে তামিম বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই। আমার যা মনে হচ্ছিল, সেটাই করেছি। মানুষ হিসেবে আপনারা আমাকে অনেকেই চেনেন না, কিন্তু যারা আমার কাছের, সবাই আমার ব্যাপারে একটা জিনিস জানেন যে, আমি যা-ই করি, হৃদয়ের ভেতর থেকেই করি। আমার মন এটাই বলছিল যে এটাই সঠিক সিদ্ধান্ত। দলের জন্য এটাই ভালো।’