দেবহাটা

পারুলিয়ায় ঝুপড়ি ঘরে এক বৃদ্ধার মানবেতর জীবন-যাপন

By daily satkhira

September 01, 2021

নিজস্ব প্রতিনিধি : স্বামী নেই, দুই কন্যা সন্তান শ^শুর বাড়িতে। সামান্য জমি থাকলেও ঘর নেই। ঘর নির্মানের মত অর্থও নেই। প্রতিবেশীদের দেওয়া খাবারে জীবন চলে মর্জিনার। মর্জিনার বয়স ৬০ বছর। বহু বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। স্বামীর ভিটেতেই থাকেন। দুই কন্যাকে অতিকষ্টে স্বামীর ঘরে পাঠালেও ঝুড়ি ঘরে জীবন কাটে মর্জিনার। তার বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ার খাসপাড়া গ্রামে। অতি কষ্টে থাকলেও তার ভাগ্যে আজও জোটেনি সরকারি সহায়তা। মেম্বর চেয়ারম্যানরা যেন দেখেও দেখে না। গতকাল সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন অসহায় মর্জিনা খাতুন।

তিনি অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের গৃহ জেলার অসহায়দের জন্য বরাদ্দ করা হলেও আমার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা উদাসীন রয়েছে।

তিনি একটি সরকারি ঘর বরাদ্ধসহ আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পারুলিয়া ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেনের যোগাযোগের চেস্টা করেও তা সম্ভব হয়নি।