ফিচার

ভারতে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার সুপারিশ হাইকোর্টের!

By Daily Satkhira

September 02, 2021

ভিন্নরকম খবর : ভারতে গরুকে ‘জাতীয় পশু’ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে দেশটির এলাহাবাদ হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ এই মত প্রকাশ করেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

বিচারপতি শেখরকুমার যাদব গোহত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বলেন, ‘গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত।’ শুধু তাই নয় গরুর নিরাপত্তার মৌলিক অধিকার থাকা উচিত বলেও রায় দেন বিচারপতি।

উল্লেখ্য, বিচারক শেখর কুমার যাদবের আদালতে, জাভেদ নামে এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানি চলছিল। উত্তরপ্রদেশের গরু নিধন প্রতিরোধ আইনের অধীনে আটক করা হয়েছে তাকে। আবেদনকারীর জামিন প্রত্যাখ্যান করে বিচারপতি শেখর যাদব বলেন, যারা গরুর ক্ষতি করার কথা বলে তাদের শাস্তি দিতে সরকারি আইন করা উচিত।