কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরসহ ১৮ পুকুরে মাছের পোনা অবমুক্ত

By daily satkhira

September 02, 2021

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছ‌রে উপজেলা পরিষদের পুকুরসহ বি‌ভিন্ন পুকু‌র ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সেই সা‌থে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে অবমুক্তির জন্য মাছের পোনা দেওয়া হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সা‌র্বিক ব্যবস্থাপনায় মা‌ছের পোনা অবমুক্ত অনুষ্ঠা‌নে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষসহ বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক ও সূধীবৃন্দ। রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থ বছ‌রে উপজেলা পরিষদ পুকুর, নলতা রওজা শরীফের পুকুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের পুকুরসহ মোট ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় ৫৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।