নিজস্ব প্রতিবেদক: এবার পবিত্র রমযান মাসে সাতক্ষীরা পৌরসভার ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে। সারাদিন রোযা থাকার পর মধ্যবিত্ত ও ধনী পরিবারের সদস্যরা দামী দামী ইফতার সামনে নিয়ে বসেন। কিন্তু গরিবের ইফতার হয় অতি সামান্য। গরিবের সে কষ্ট লাঘব করতে এবার সাতক্ষীরা পৌরসভার অসহায় গরিবদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ইফতারের ব্যবস্থা করেছেন। যে মোতাবেক রমযানের প্রথম দিনে সাতক্ষীরা পৌর শাখার ৪নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সুলতানপুরস্থ আতীর আমবাগানে সাতক্ষীরা পৌর সভার আয়োজনে এলাকার সকল শ্রেণির মানুষদের নিয়ে এ ইফতার মাহফিল করা হয়। ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনীমা রানী ম-লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরসভার ইমাম হাফেজ শেখ কামরুল ইসলাম।