ন্যাশনাল ডেস্ক : আগামী ১৮ জুন সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে ওই দিন সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠনটি। এছাড়াও কালোব্যাজ ধারণ এবং চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে তারা। রবিবার (২৮ মে) সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। বিএমএ মহাসচিব জানান, বিএমএ’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জুন সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা, অর্থাৎ ১৯ জুন সকাল ৬টা পর্যন্ত সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা। আগামী মঙ্গলবার (৩০ মে) উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।