নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ,সাতক্ষীরা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ সেপ্টেম্বর শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা কমিটির সভাপতি বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
বৈশি^ক অতিমারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনসহ শোক প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে বিগত সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদনের পর দক্ষিণ এশিয়া বিশেষ করে আফগানিস্থানে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থান, ক্ষমতা দখল এবং এর প্রভাবমুক্ত থাকার লক্ষে সংগঠনের করনীয়, শারদীয় দুর্গোৎসব ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এবং সংগঠন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রেসিডিয়াম সদস্য বিশ^নাথ ঘোষ, সিদ্ধেশ^র চক্রবর্তী,সুধাংশু শেখ সরকার, এ্যাড. সোমনাথ ব্যনার্জী, পৌল সাহা, গৌর দত্ত, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, জয়দেব বিশ^াস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, সুবোধ চক্রবর্ত্তী, গোবিন্দ মন্ডল, চন্দ্রকান্ত মল্লিক,স্মরজিৎ ঘোষ, অসিত সেন, সন্তোষ পাল, বিকাশ চন্দ্র দাস, কার্ত্তিক মিত্র, গোপাল চন্দ্র ঘোষাল, সমীর গাইন প্রমুখ।