আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শ্বশুরালয়ে থাকা যুবককে গুম করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে যুবকের পিতা আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আঃ গনির পুত্র মোঃ শামীম হোসেন প্রায় ৭বছর আগে একই গ্রামের মোঃ নজরুল ইসলামের কন্যার সাথে বিবাহ হয় এবং বর্তমানে তাদের ২টি সন্তান সন্তানও আছে। শামীমের বিয়ের কিছু বছর পর পারিবারিক গোলমালের কারণে সে তার শ্বশুরালয়ে বসবাস করতে থাকে এবং সেখানে একটি মৎস্য ঘের পরিচালনা করতে থাকে। কিন্তু তার শ্বশুরসহ একই এলাকার আঃ খালেকের পুত্র ফারুক হোসেন ও জেলপাতুয়া গ্রামের সুকুমার শামীমের মৎস্য ঘের ও তার জমানো নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। এমতাবস্থায় ১৮মে’১৭ ইং তারিখের সন্ধ্যায় শামীম তার মৎস্য ঘের দেখাশুনা করার জন্য ঘেরে যায়। কিন্তু সকাল হয়ে গেলেও শামীম আর তার বাড়ীতে ফিরে যায়নি। খবর পেয়ে তার পিতা ও মাতা ২১মে’১৭ বিকালে ছেলের শ্বশুর নজরুলের বাড়ীতে গিয়ে ছেলে কোথায় আছে জানতে চাইলে নজরুল সহ ফারুক হোসেন ও সুকুমার কোন সুনির্দিষ্ট তথ্য না দিয়ে তাদেরকে গালিগালাজ সহ মারধর দিতে উত্তক্ত হয়। ছেলেকে হারিয়ে মাতা ও পিতা অসহায় হয়ে প্রসাশনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।