বিনোদন

বয়সে ১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের বাগদান

By Daily Satkhira

September 14, 2021

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। স্যামকে পাশে নিয়ে নিজের ডান হাতের অনামিকায় পরা আংটির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের এ সুখবর দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটনি লিখেছেন, “কিছুতেই বিশ্বাস করতে পারছি না।”

ব্যক্তিগত জীবন ও সম্পদের নিয়ন্ত্রণ পেতে বাবা জেমির বিরুদ্ধে আইনি লড়াইয়ের মধ্যেই এ ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এ পপ তারকা।

২৭ বছর বয়সী আসগারি পেশায় একজন অভিনেতা ও ফিটনেস ট্রেইনার। ব্রিটনির সঙ্গে চুম্বনরত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্যাম; সেখানে ব্রিটনির আঙুলে আংটির দেখা মিলেছে।

স্যামের ব্যবস্থাপক ব্রান্ডন কোহেন পিপল ম্যাগাজিনকে জানান, তাদের দীর্ঘদিনের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পেল সোমবার।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে পরিচয় হয় তাদের। পরিচয় থেকে সেই সম্পর্ক প্রণয়ে রূপ পায়; যা এখন পরিণয়ের অপেক্ষায় রয়েছে।